সামরিক বাহিনীতে কর্মরত থাকাকালীন বিভিন্ন অভিজ্ঞতা থেকে তিনি স্কাঊট আন্দোলন গড়ে তোলার প্রেরণা পান।
বিশেষ করে ম্যাফেকিং এর যুদ্ধ থেকে তিনি বস্তব অভিজ্ঞতা ও ধারণা থেকে উপলব্দি করেন যে, যুবক ও বালকদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ কাজ করানো সম্ভব। ম্যাফেকিং এর যুদ্ধে স্বেচ্ছাসেবক বালকদলের অবদান দেখে তিনি অভিভূত হন। তখন থেকেই তিনি বালকদের কে নিয়ে কিছু একটা করার পরিকল্পনা করতে স্বপ্ন ও শ্রমকে অব্যহত রাখেন। যা পরবর্তীতে স্কাঊট আন্দোলন হিসেবে আত্নপ্রকাশ করে। ১৯০৭ সালে তিনিই প্রথম ‘ব্রাউন সি দ্বীপে’ স্কাউট ক্যাম্প স্থাপন করেন। তিনি ১৯১০ সালে মেয়েদের জন্য ‘গার্লস গাইড আন্দোলন’ গড়ে তোলেন।
লর্ড তিনি ১৯৪১ সালের ৮ জানুয়ারি কেনিয়াতে মারা যান।